আন্দুলবাড়িয়া প্রতিনিধি: দু’আলমসাধুর সংঘর্ষে মিঠু নামে এক শিশুনিহত হয়েছে। গত বুধবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে। গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় তার লাশ গ্রামে পৌঁছুলে স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠে। বেলা সাড়ে ৪টার দিকে বেদনাবিধুর পরিবেশে তার লাশ কর্চ্চাডাঙ্গা জোলপাড়া ঈদগা ময়দানে জানাজা শেষে গোরস্তানে দাফন করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,গত শুক্রবার বিকেলে কর্চ্চাডাঙ্গা গ্রামের মেহের আলীর ছেলে তোফাজ্জেল হোসেন তোফা তার আলমসাধুযোগে ছেলে মিঠুকে সাথে নিয়ে ও উথলী ইউনিয়নের কাশিপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে রকি ইসলাম মাছভর্তি আলমসাধু নিয়ে আন্দুলবাড়িয়া-নিধিকুণ্ডু সড়কপথে যাচ্ছিলেন। পথিমধ্যে দু’আলমসাধু পাল্লাপাল্লি দেয়াকালে বিদ্যাধরপুর আমতলা নামক স্থানে পৌঁছুলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কর্চ্চাডাঙ্গা গ্রামের আলমসাধু চালক তোফাজ্জেল হোসেন তোপা ও তার ছেলে মিঠু (১০) আলমসাধু থেকে ছিটকে পড়ে মাথায় ও মুখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। পথচারীরা আহত পিতা-পুত্রকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত মিঠুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতে ঢাকা মেডিকেলে রেফার করেন। সেখানে ৫ দিন চিকিৎসা শেষে গত বুধবার রাতে তার অকাল মৃত্যু ঘটে। অপর আলমসাধু চালক রকিকে স্থানীয় চিকিৎসকের নিকট প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।