রমজান-ঈদে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা

 

 

স্টাফ রিপোর্টার: আসন্ন রমজান ও ঈদুল ফিতর নির্বিঘ্নে আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে দেশজুড়ে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেবে পুলিশ।ঈদের আগে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে থাকছে বিশেষ উদ্যোগ।নিরাপত্তারস্বার্থে ঢাকাসহ দেশের সব বড় শহরের বিপণী বিতান ও শপিংমল নেয়া হবেসিসিটিভির আওতায়। এ ছাড়া মহাসড়কে যানজট এড়াতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনোযানবাহনে তল্লাশি চালাবে না পুলিশ।পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের সভাপতিত্বে সকাল সাড়ে ১১টায় পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায়পুলিশ প্রধান সুষ্ঠুভাবে যান চলাচল ও দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি চলাচল ঠেকাতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ প্রদর্শন করে উদ্ধার অভিযান জোরদার করারও আহ্বান জানান।আইজিপি বলেন, ফরমালিনসহ বিষাক্ত রাসায়নিক মিশ্রিত খাদ্যদ্রব্যবিরোধী অভিযান অব্যাহত থাকবে।সভায়অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন, এসবির অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ঢাকা মহানগ পুলিশ কমিশনার বেনজীরআহমেদ, সিআইডির অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি মইনুররহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সকাল১১টায় সভার শুরুতে পুলিশ সদর দফতরের এআইজি মাহ্ফুজুর রহমান রমজান ও ঈদুলফিতর উপলক্ষে গৃহিত নিরাপত্তা ব্যবস্থার চিত্র তুলে ধরেন।সভায়রমজান মাসের সার্বিক আইনশৃঙ্খলা, ট্রেন, বাস ও লঞ্চের নিরাপদ চলাচল ওযাত্রীদের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, ঈদ জামাতেরনিরাপত্তা এবং জাল টাকার অপব্যবহার রোধ সম্পর্কে বিশদ আলোচনা হয়।এসময় রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে পকেটমার ও অজ্ঞানপার্টির তৎপরতাপ্রতিরোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।জনসাধারণেরকেনাকাটার সুবিধার্থে এবং তারাবির নামাজের সময় অপরাধমূলক তৎপরতা প্রতিরোধেগভীর রাত পর্যন্ত নৈশ টহলের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়।

ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশ জনসাধারণকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।এছাড়া মহাসড়কে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে সুনির্দিষ্ট অভিযোগছাড়া পুলিশ কোনো যানবাহন তল্লাশি করবে না। মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবংযানজট নিরসনে হাইওয়ে এবং জেলা পুলিশ বিশেষভাবে তৎপর থাকবে।প্রিয়জনেরসাথে ঈদ উদযাপনের জন্য ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতের জন্য রেলওয়েস্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে টিকেট কালোবাজারি প্রতিরোধে পুলিশ, মালিক ওশ্রমিক নেতৃবৃন্দ ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাহবে।জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের বিভিন্ন স্থানের ঈদ জামাতস্থলে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।