মাথাভাঙ্গা অনলাইন : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বজলুর রহমান (৪৫) নামের এক বাংলাদেশী কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর সীমান্তের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রামকৃষ্ণপুর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার বজলুর রহমানসহ চার-পাঁচজন কৃষক সীমান্ত সংলগ্ন মোহাম্মপুর গ্রামের পাশে পদ্মা নদীর মধ্যে জেগে ওঠা একটি চরে ঘাস কাটতে যান।
এ সময় ভারতের জলাঙ্গী থানার বাউশমারি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ট্রলারযোগে এসে তাদের ধাওয়া করে। এতে অন্যরা পালাতে পারলেও বজলুরকে আটক করা হয়। আটকের পর বিএসএফ সদস্যরা তাকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে চলে যায়।
৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আরমান হোসেন জানান, ইতিমধ্যেই বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে ও পতাকা বৈঠকের ব্যাপারে তাদের অবহিত করা হয়েছে।
রামকষ্ণপুর বিওপির সদস্যরা মৃতদেহ নিয়ন্ত্রণে রাখলেও দৌলতপুর থানা পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পাঠাবে।
নিহত বজলুর রহমান দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আজাহার মণ্ডলের ছেলে ।