জনশূন্য বাড়িতে ঢুকে ইচ্ছেমতো ভাঙচুর : পিটুনির পর জানা গেলো হামলাকারী পাগল

 

 

স্টাফ রিপোর্টার: রাত তখন আনুমানিক ১১টা। চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার ইফতেখারুল হাসান অনয়ের মা বাড়ি জনশূন্য করে ফ্ল্যাক্সি লোডের দোকানে যান। এ সুযোগে এক ব্যক্তি বাড়িতে ঢুকে ইচ্ছেমতো ভাঙচুর শুরু করে। মহল্লার লোকজন চমকে ওঠে। ছাত্রলীগ নেতা অয়নের বাড়িতে কী প্রতিপক্ষের কেউ হামলা চালিয়েছে? এ প্রশ্নের জবাব খুঁজতে থাকেন কেউ কেউ। এক পর্যায়ে ভাঙচুর করা আনুমানিক ৩৫ বছর বয়সী লোকটাকে আটক করা হয়। আটকের পর শুরু হয় গণপিটুনি। ডাকা হয় পুলিশ। ততোক্ষণে লোকটা সম্পর্কে স্থানীয়দের বুঝতে বাকি থাকে না, হামলাকারী আসলে মস্তিষ্ক বিকৃত রোগে আক্রান্ত। পুলিশ এসে লোকটাকে প্রথমে আটক করলেও পরে ছেড়ে দেয়। এ সময় স্থানীয়দের কয়েকজন বলেন, ওই লোকটাই গতকাল রোববার বাসের এক মহিলা যাত্রীকে জাপটে ধরে। অন্যরা মারমুখি হয়ে উঠলে তাকে ছেড়ে দেয়।