দামুড়হুদায় গরুব্যবসায়ীরদু লাখ টাকা ছিনতাই

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শফিকুল (৪০) নামের এক গরুব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে ২ লাখ ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত গরুব্যবসায়ী ৫ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি অভিযোগ করেছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার কাদিপুর খড়ের মাঠ নামক স্থানে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুর স্কুলপাড়ার আনিচ উদ্দিনের ছেলে গরুব্যবসায়ী শফিকুল ইসলাম গতকাল দুপুরে উপজেলার মুন্সীপুর সীমান্তে গরু কেনার জন্য যায়। গরু না পেয়ে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ৮টার দিকে কাদিপুর খড়ের মাঠ নামক স্থানে পৌঁছুলে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। গরুব্যবসায়ী শফিকুল এসময় দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার কাছে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গরুব্যবসায়ী শফিকুল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।