কুষ্টিয়া সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

 

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী সীমান্ত থেকে বিল্লাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তররক্ষী বাহিনী বিএসএফ। তাকে ফেরত চেয়ে বিএসএফকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিপত্র দিয়েছে।

বিল্লাল হোসেন সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া গ্রামের ফজলুল হক মণ্ডলের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে বিল্লাল হোসেন চিলমারী ইউনিয়নের পদ্মা নদী পাড়ে ছলিমের চর এলাকায় ৮৪/২ এস সীমানা পিলার সংলগ্ন এলাকায় কৃষিক্ষেত দেখাশোনা করছিলো। এসময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বিজিবি’র ৩২ ব্যাটলিয়নের চিলমারী ক্যাম্পের কমান্ডার সুবেদার ফজলুল হক জানান, এ বাংলাদেশি কৃষক ফজলুল হককে ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে।