দর্শনায় ফেনসিডিলসহ পুরাতন বাজারপাড়ার কালু গ্রেফতার

 

 

দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ কালু নামের এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দর্শনা আইসি ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহেরর শ্যামপুর জোড়াবটতলা নামকস্থানে। পুলিশ বলেছে, ওই স্থান থেকে গ্রেফতার করা হয় দর্শনা পুরাতন বাজার ক্যাম্পপাড়ার নাসির উদ্দিনের ছেলে হাসান আলী ওরফে কালুকে (৩০)। কালুর কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এএসআই হাদিউজ্জামান বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃত কালুর বিরুদ্ধে দামুড়হুদা থানায় দায়ের করেছেন মামলা।