দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পল্লিতে প্রতিপক্ষের হামলায় একজন খুন হয়েছে। এসময় অপর একজন আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে।সংগ্রামপুর গ্রামে একটি নসিমন চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানাগেছে।
দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকালবুধবার বিকেল ৫টার দিকে উপজেলার রিফাইতপুর ইউপির সংগ্রামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে ও আওয়ামীলীগকর্মী সাইফুল ও তার মামাতো ভাই আকরাম মাঠে জমিজমা দেখে বাড়ি ফিরছিলো। এসময় প্রতিপক্ষ নিয়াত আলীর ছেলে নওশের ও তার লোকজন ধারালো হেঁসো দিয়ে তাদের উপুর্যপুরি কুপিয়ে পালিয়ে যায়। বুকে ও পেটে আঘাতপ্রাপ্ত হয়ে সাইফুল (৩০) ঘটনাস্থলেই মারা যায়এবং আকরামকে (৩২) এলাকাবাসী উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালমর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় আমির হামজা নামে একজনকে আটক করা হয়।