শঙ্করচন্দ্রে চুয়াডাঙ্গা সদর ইউএনওর বিদায় সংবর্ধনা

 

 

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিনের বিদায় সংবর্ধনা গতকাল বুধবার সকাল ১০টায় শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদরের ৭টি ইউনিয়ন যৌথভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। এ সময় তিনি বক্তব্যে সাথে সাথে ‘বিদায় বেলা ক্ষণে ক্ষণে মন কেঁদে ওঠে বারে বারে, বেঁধে রেখে যাই সুখস্মৃতিগুলো হৃদয়ের থরে থরে। ছুড়ে ফেলে দাও ভুলগুলো মোর হৃদয় কুঞ্জি থেকে, ক্ষমা করে দাও হে মোর সাথী প্রেমের তাঘ্য মেখে। বিদায় বেলায় যতোই বাজুক বিনায় করুন সুর, হে বন্ধু মনে রেখ মোর যাই যতো বহু দূর’কবিতাটি আবৃতি করে সকলকে কাঁদিয়ে তোলেন। বিশেষ অতিথি ছিলেন তিতুদহ ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের মণ্ডল, কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা সেক্রেটারি অ্যাসোসিয়েশনের সম্পাদক তিতুদহ ইউপি সচিব ফয়জুর রহমান। বক্তব্য রাখেন শঙ্করচন্দ্র ইউপি সচিব জিয়াউর রহমান জিয়া, বেগমপুর সচিব আশাবুল হক মাসুদ, কুতুবপুর ইউপি সচিব হাফিজুর রহমান, পদ্মবিলা সচিব জাহাঙ্গীর আলম, মোমিনপুর সচিব হেলালউজ্জামান, আলুকদিয়া সচিব শাহাজান আলি, দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক ইলিয়াস হোসেন, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, মমিনুল ইসলাম, শওকত আলী, মহসিন আলী, মজিবুর রহমান, রবিউল ইসলাম, রিনা খাতুন, খায়েস উদ্দিন। শেষে ইউনিয়ন পরিষদ সমূহের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে উপহার তুলে দেয়া হয়।