স্টাফ রিপোর্টার:ইতালির বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ডেরদুশ্চিন্তা একটাইকীভাবে আন্দ্রেয়া পিরলোকে আটকানো যায়। ইংল্যান্ডের এভাবনার কথা বলেছেন দলটির মিডফিল্ডার জ্যাক উইলশায়ার।মানাউসে আগামীশনিবার ডিগ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ইতালি।পিরলো ২০১২ইউরোতে ইংল্যান্ড দলকে খুব ভুগিয়েছিলেন। অসাধারণ পাসে ইংলিশদেরদিশেহারা করে তুলেছিলেন পিরলো। বয়সটা একটু বেড়ে গেলেও ৩৫ বছর বয়সী পিরলো যেইংল্যান্ডকে এবারও ভালোই ভোগাবেন, উইলশায়ার সেটাই মনে করিয়ে দিলেন।আমরা জানি তার বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু তার খেলার মান ঠিকই আছে।ইতালি দলেপিরলোর চেয়ে বেশি বয়সী খেলোয়াড় আছে মাত্র একজন৩৬ বছর বয়সী গোলরক্ষক জানলুইজি বুফফন।
পিরলোকে অসাধারণফুটবলার আখ্যা দিয়েছেন ২২ বছর বয়সী আর্সেনালের মিডফিল্ডার উইলশায়ার। পিরলোকে সত্যিকারেরএকজন প্লে-মেকার উল্লেখ করে তাকে ঠেকানোর পরিকল্পনার কথাও বলেন ইংল্যান্ডের মিডফিল্ডার।ম্যাচে এমন সময় আসবে,যখনসে বল পাবে এবং তখন আমাদের জায়গাটা ছোট করে ফেলতে হবে, আর তার বাড়ানো বল আটকাতেহবে।সূচি হওয়ার পরই এ ম্যাচের বিষয়ে মানাউসেরগরম নিয়ে তাদের দুশ্চিন্তারকথা বলেছিলো ইংল্যান্ড; কিন্তু এখন পিরলোকে নিয়েই বেশি চিন্তিত তারা।উইলশায়ার জানান, গরম মোকাবেলা করতে ইংল্যান্ড দল প্রস্তুত।গত কিছুদিনের অনুশীলনে তারা গরমের সাথে মানিয়ে নেয়ায় অভ্যস্থ হয়ে উঠেছে।