স্টাফ রিপোর্টার: কলাবাড়ি রামনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কারিগরি শিক্ষা সপ্তাহ২০১৪ উদযাপন উপলক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক স্তরের শিক্ষার্থী ও শিক্ষক–অভিভাবকদের অংশগ্রহণে“মানব সম্পদ উন্নয়নে কর্মমুখী শিক্ষা ও শিক্ষিত সমাজের ভূমিকা শীর্ষক” প্রতিপাদ্যে ভালাইপুর মাদরাসার সুপার লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। উন্নয়নশীল জনগোষ্ঠীকে বিশ্বায়নের যুগে প্রযুক্তিনির্ভর কর্মে দক্ষতা অর্জন এবং চাকরি বা স্বনির্ভরতার প্রতিযোগিতায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও অন্যান্য কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তার বিষয়ে সার-সংক্ষেপ বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূখ্য আলোচক চুয়াডাঙ্গা পলিটেকনিক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা-পরিচালক এবং শাহমুখদম মেডিকেল কলেজ,রাজশাহীর পরিচালক মণ্ডলীর সদস্য ও পরিচালক (প্রশাসন) কৃষিবিদ মনিরুজ্জামান বাবুল। চুয়াডাঙ্গা পলিটেকনিক ইন্সটিটিউটের গণিত বিভাগের শিক্ষক রেজওয়ানুর রহমান মিলন বিশ্বাসের উপস্থাপনায় অংশগ্রহণকারী অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কলাবাড়ি রামনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুল হাসান টুটুল, সিপন, ইংরেজি শিক্ষক বশির আহমদ ওকম্পিউটার শিক্ষক শামসুল আলম। কারিগরি শিক্ষার বাস্তবতা এবং দেশের বাইরে কর্ম পরিধির সুযোগ বিষয়ে বক্তারা বিভিন্ন উদাহরণ তুলে ধরে বক্তব্য রাখেন। কম্পিউটার টেকনোলজির ইন্সট্রাক্টর সোনিয়া খাতুন বর্তমান বিশ্বে টেকনিক্যাল অ্যাডুকেশন ও সফটওয়ার বাণিজ্যিকরণে প্রোগ্রামিং কোডিং এবং একাডেমিক লেখাপড়ার বিস্তারিত সুবিধাদি তুলে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া চুয়াডাঙ্গা পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার সেকেন্দার আলী এবং সিভিল বিভাগের মহারাজ জোয়ার্দ্দার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ে কীভাবে মধ্যবিত্ত অভিভাবকের পাশে উপার্জনের হাত বাড়িয়ে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় তা সবিস্তারে আলোকপাত করেন।