নির্যাতন করবে না প্রতিশ্রুতিতে মামলা তুলিয়ে বাড়িতে নিয়েনির্মমভাবে মারপিট

 

স্টাফ রিপোর্টার: রুমা খাতুনকে তার স্বামী-শাশুড়ি নির্মমভাবে নির্যাতন করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ফেলে বাড়ি ফিরেছে। চিকিৎসা না পেয়ে দীর্ঘ সময় কাতরাতে থাকে রুমা খাতুন (২৫)। পরে অবশ্য একজন আইনজীবী সহযোগিতার হাত বাড়ান। ওই আইনজীবী রুমা খাতুনের স্বামীপক্ষে মামলা পরিচালনায় ছিলেন বলে জানিয়েছেন রুমা।

            রুমা ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছে, বাড়ি জীবননগরের দৌলৎগঞ্জে। পিতা গরিব। ছোটবেলায় ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নিয়ে সেখানেই ছিলাম। মাঝে চুয়াডাঙ্গা ভিমরুল্লার বাদল আলীর ছেলে জামিরুল ওই গার্মেন্টসে গিয়ে কাজ নেয়। তার সাথে পরিচয় হয়। জামিরুল তার প্রথম স্ত্রীর কথা গোপন করে আমাকে বিয়ে করে। আমার গচ্ছিত টাকা হাতিয়ে নিয়ে ভিমরুল্লায় ফিরে আসে। আমিও চলে আসি। কিছুদিনের মাথায় নির্যাতন করে। মামলা করি। আর নির্যাতন করবে না বলে কথা দিলে মামলা তুলে নিই। ওর বাড়িতে গিয়ে সংসার শুরু করি। গতকাল রোববার স্বামী জামিরুলসহ স্বামীর বাড়ির লোকজন আমাকে বেদম মারধর করে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে ফেলে রেখে সরে যায়। কেউ নেই। সন্ধ্যায় একজন আইনজীবী এসে আমার কিছু ওষুধ কিনে দিয়েছেন। তিনি ওই জামিরুলের পক্ষে মামলা চালাতেন।