দুর্ঘটনায় আহত শিশু লিখন অবশেষে মারা গেছে

 

 

স্টাফ রিপোর্টার: দুর্ঘটনায় গুরুতর আহত প্রতিবন্ধী শিশু লিখন অবশেষে মারা গেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত আড়াইটার দিকে সে মারা যায়। লিখন চুয়াডাঙ্গা শান্তিপাড়ার জুয়েলের ছেলে।

জানা গেছে, দরিদ্র জুয়েলের ১০ বছর বয়সী ছেলে লিখন মানসিক প্রতিবন্ধী ছিলো। গত শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী জোলের ভেতর খেলা করতে যায়। এ সময় জোলের জমি চাষ করা ট্রাক্টর তাকে চাপা দেয়। একটি পা গুড়িয়ে যায়। শিশু লিখনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অর্থাভাবে চিকিসা ব্যাহত হতে থাকে। এরই এক পর্যায়ে গতরাত আড়াইটার দিকে শিশু লিখন মারা যায়। যে ট্রাক্টরে লিখন আহত হয় তার চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।