টিপ্পনী

 

 

খবর:(সীমান্তে গ্রামবাসী-বিএসএফ সংঘর্ষ : দুজন নিহত।)

 

দাদার সাথে লড়বো এবার

করছি গায়ে বল,

দিনে দু বার সালসা খেয়ে

দেখি কী হয় ফল।

 

ডোন চালানো দাদা আমার

আমার হাতে ঢিল,

দেবো ঝেড়ে কাছে পেলে

পিঠের ওপর কিল।

 

দাদা এবার খেয়ে দেখো

কিলের কেমন বিষ,

মারবো জোরে ইচ্ছে মতো

করবে নাকো ইস।

 

-আহাদ আলী মোল্লা