স্টাফ রিপোর্টার: ঢাকা আরিচা মহসড়কের মানিকগঞ্জে মোটরসাইকেলদুর্ঘটনায় মারা গেছেন সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দুলালী রানীসরকার এবং তার স্বামী মৎস্যসম্পদ কর্মকর্তা দয়াল চন্দ্র সরকার। দুর্ঘটনাটিঘটেছে গতকাল শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া নামকএলাকায়। এদের মধ্যে নিহত ডা. দুলালী রানী সরকার মানিকগঞ্জে ও তার স্বামীনিহত দয়াল চন্দ্র সরকার শরীয়তপুর জেলার কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দুলালী রানী সরকারএবং তার স্বামী শরীয়তপুর জেলার মৎস্য কর্মকর্তা দয়াল চন্দ্র সরকারমোটরসাইকেলযোগে সদর উপজেলার গোলড়া গ্রামে যাচ্ছিলেন। পথি মধ্যে তাদেরমোটরসাইকেলটি গোলড়া বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছুলে মানিকগঞ্জগামী একটিবাস ওভার টেকিং করার সময় তাদের চাপা দেয়। এতে দূর্ঘটনাস্থলেই মারা যান এদম্পত্তি। ঘাতক বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়। নিহত দম্পত্তির লাশময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে। নিহত দম্পতির গ্রামের বাড়ি জেলার হরিরামপুর উপজেলার সাকুচিয়া গ্রামে। তারামানিকগঞ্জ বনগ্রাম গংগাধার পট্রিতে বসবাস করতেন।