আলমডাঙ্গার সকল ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনসভার দিনক্ষণ নির্ধারণ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল বুধবার মোটরসাইকেল মিছিল বের করে। মিছিল শেষে চুয়াডাঙ্গা পৌরসভা মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বক্তব্য দিতে গিয়ে জেলা যুবলীগের সকল ইউনিটের নতুন কমিটি যথাসময়ের মধ্য গঠনের পুনর্তাগিদ দিয়ে বলেন, যোগ্যদেরকেই নেতৃত্বে আসতে হবে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবলীগের বিশাল মিছিলটির নেতৃত্বে ছিলেন জেলা যুবলীগ আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবির ও আব্দুল কাদেরসহ জেলা এবং থানাসহ পৌর যুবলীগ নেতৃবৃন্দ। মিছিল শেষে পৌর মিলনায়তনে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সভাপতিত্ব করেন জেলা যুবলীগ আহ্বায়ক। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব হাসেন, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবির, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, রাশেদুজ্জামান বাকী, শামীম আহম্মেদ, সুমন, টুটুল, তারেক, রুবেল, বুলবুল, লালা, আহসান উল্লাহ, শাহীন, স্বপন, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নেতৃত্বে এক মাসের মধ্যে আলমডাঙ্গা উপজেলার সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ড যুবলীগের কমটি গঠন করা হবে। সে লক্ষ্যে দিনক্ষণও নির্ধারণ করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের। আগামী ১২ জুন মুন্সিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে জেহালা ইউনিয়ন, ১৩ জুন ডাউকি ইউনিয়ন যুবলীগের কমিটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে, ১৬ জুন বেলগাছি ইউনিয়ন যুবলীগের কমিটি বেলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে, ১৮ জুন আইলহাস ইউনিয়নের বাগুন্দি হাইস্কুল মাঠে, ১৫ জুন জামজামি ইউনিয়নের ঘোষবিলা হাইস্কুল মাঠে, ১৭ জুন নাগদহ ইউনিয়নের সভা ঘোলদাড়ি বাজারে, ২১ জুন কালীদাসপুর ইউনিয়ন যুবলীগের সভা ইউনিয়ন পরিষদ চত্বরে, ২০ জুন বাড়াদী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনসভা হাইস্কুল মাঠে, ২৩ জুন কুমারী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনসভা কুমারী বাজারে, ২৪ জুন হারদী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন সভা হারদী হাইস্কুলমাঠে, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনসভা ২৫ জুন এলাকার উচ্চ বিদ্যালয়ে, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের সভা ২৭ জুন ইউনিয়ন পরিষদ চত্বরে, খাসকররা ইউনিয়ন যুবলীগের সভা হাইস্কুল মাঠে ১ জুলাই ও গাংনী ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনসভা ৪ জুলাই আসমানখারী বাজারে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের যথাস্থানে যথাযথ দিনে এ নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্যও সভা থেকে অনুরোধ জানানো হয়।