পুলিশ ফাঁড়ির দু’কনস্টেবলের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ :প্রত্যাহারের দাবি

 

স্টাফরিপোর্টার:চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির দু’কনস্টেবল ফিরোজ ও রোকনের বিরুদ্ধে ডিবি পুলিশ ও অফিসার পরিচয়ে শাদাপোশাকে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তাদেরকেপ্রত্যাহার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপার বরাবর করা হয়েছে গণস্বাক্ষরিত অভিযোগ।

অভিযোগ সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি পুলিশ ফাঁড়ির দু’কনস্টেবল ফিরোজ ও রোকন ডিবি পুলিশ পরিচয়ে আবার কখনও পুলিশ অফিসার পরিচয় দিয়ে শাদা পোশাকে সাধারণ মানুষকে হয়রানি করে থাকেন। এমনকি তাদের বিরুদ্ধে বিভিন্ন মাদক স্পট থেকে অর্থবাণিজ্যেরও অভিযোগ রয়েছে। এ ধরণের অভিযোগ তুলে গতকাল বুধবার হিজলগাড়ি এলাকার প্রায় শতাধিক ব্যক্তির গণস্বাক্ষরিত একটি অভিযোগ চুয়াডাঙ্গা পুলিশ সুপার বরাবর দেয়া হয়েছে। এদিকে ওই দু’কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখারও দাবি জানিয়েছে এলাকাবাসী। এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে কনস্টেবল ফিরোজ এবং রোকন গত সোমবার ভোর ৪টার দিকে হিজলগাড়ি বাজারের ভূষিমাল ব্যবসায়ী মিন্টুকে কোনো কারণ ছাড়াই ঘরের দরজা ভেঙে ফাঁড়িতে আনতে গিয়ে পড়েন জনরোষে। এঘটনার পরের দিন বসে সালিস বৈঠক। সালিসে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন দু’কনস্টেবল। ঘটনার পর অভিযুক্ত ওই দু’কনস্টেবলকে প্রত্যাহার না করায় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ।