বিভিন্ন লগ্নিকারীর অর্ধ কোটি টাকা হাতিয়ে আলমডাঙ্গা জাহিদের গাঢাকা

 

আলমডাঙ্গা ব্যুরো: বিভিন্ন লগ্নিকারীর প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে গাঢাকা দিয়েছে আলমডাঙ্গা কলেজপাড়ার জাহিদুল ইসলাম জাহিদ (৩০)।লাখ লাখ টাকা হারিয়ে লগ্নিকারীরা এখন বিপাকে পড়েছেন।

জানাগেছে,আলমডাঙ্গা কলেজপাড়ার পচু মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জাহিদ দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করতো।বাপের বড় ব্যবসার প্রয়োজন উল্লেখ করে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে সে লাখ লাখ টাকা সুদ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নেয়। লগ্নিকারীদের সে দীর্ঘদিন ধরে লাখে ৫ হাজার করে টাকা সুদ দিয়ে আসছিলো। অনেকের আবার লাখে আড়াই হাজার করে সুদ দিতো।এছাড়া যাদের সাথে তার সম্পর্ক ভালো,তাদের নিকট থেকেও সে লাখ লাখ টাকা ব্যবসার কথা বলে ধার হিসেবে নিয়েছে। তাদের কোনো টাকায় ফেরত না দিয়ে সে বর্তমানে গাঢাকা দিয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সে জনতা ব্যাংক আলমডাঙ্গা শাখা থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়েছে। এছাড়া শহরের ব্যবসায়ী পান্নার নিকট থেকে ২ লাখ টাকা, ব্যবসায়ী রাজকুমার রামেকার নিকট থেকে ৬ লাখ টাকা, অ্যাড. আফজাল হোসেনের নিকট থেকে ১০ লাখ টাকা, নিজের দুলাভাই অরূপের নিকট থেকে ৯ লাখ টাকা, সোহেলের নিকট থেকে ১ লাখ টাকা,লাবুর নিকট থেকে ৪ লাখ টাকা, হাসেমের নিকট থেকে আড়াই লাখ টাকা, আনোয়ার হোসেনের নিকট থেকে দেড় লাখ টাকা, জামিলের নিকট থেকে ৪ লাখ টাকা, মিলনের নিকট থেকে ২ লাখ টাকা নিয়ে সে সটকে পড়েছে। গত ১০ মে থেকে সে নিখোঁজ। মোবাইলফোন বন্ধ। পরিবারের কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না।এদিকেলাখ লাখ টাকা জাহিদকে দিয়ে বিপাকে পড়েছেন লগ্নিকারীরা।