চুয়াডাঙ্গার তিতুদহে কর্মসৃজন কাজে ব্যাপক ঘাপলা :মানবিক কারণে বিলে স্বাক্ষর :সতর্কবার্তা

 

 

স্টাফরিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ৪০ দিনের কর্মসৃজন (অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি) কাজে ব্যাপক ঘাপলা ধরা পড়েছে। বরাদ্দ লেবার কম অনুপস্থিত থাকলেও খাতা কলম ঠিক রেখে বিলতুলে পিআইসিরা ভরেন পকেটে। ঘটনার সত্যতা মিললেও মানবিক কারণে গতকালের বিলে স্বাক্ষর করেছেন ট্যাগ অফিসার। আগামীতে এমন হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে প্রকল্প পিআইসিদের।

জানাগেছে, ২৬ এপ্রিল থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির মাটি কাটার কাজ শুরু হয়। ৬টি প্রকল্পে ১৫০ জন লেবার ২০০ টাকা হাজিরায় কাজ করছেন। আর এসব কাজের পিআইসি হিসাবে দায়িত্ব পেয়েছেন ইউপি সদস্য মজিবর রহমান, আকতার হোসেন, জাকির হোসেন, শাহার বানু, রওশনারা বেগম ও মৌসুমী বেগম। অভিযোগ উঠেছে প্রকল্প পিআইসিদের মধ্যে মজিবর রহমান, আকতার হোসেন, জাকির হোসেন, রওশনারা বেগম নিজেদের বরাদ্দকৃত লেবারের মধ্যে খাতা কলম ঠিক রেখে প্রতিকাজে ৩-৪টি করে ভুয়া লেবার দেখানো, কাজে না আসা লেবারদের হাজিরা দেখিয়ে সে টাকা থেকে অর্ধেক টাকা কেটে নেয়ার কাজ করে থাকেন। ফলে পিআইসিরা কারচুপি করে টাকা হাতিয়ে নেয়ার কারণে লেবাররা অনেক সময় দায়সারাগোছের কাজ করে ছুটি হবার আগেই বাড়ি চলে যান। এভাবে প্রতি বিলে পিআইসিরা ৬ থেকে ৭ হাজার টাকা উপরি ইনকাম করে থাকেন বলে নাম প্রকাশ না করার শর্তে লেবাররা জানান। তারা আরও জানান, যে সব লেবার অনুপস্থিত থাকে তাদের হাজিরা দেখিয়ে পিআইসিরা অর্ধেক করে টাকা ভাগ করে নেন। এধরনের অভিযোগ পেয়ে প্রকল্প ট্যাগ অফিসার সরেজমিনে ঘটনাস্থলে যান এবং ব্যাপক ঘাপলা ধরা পড়ে। গতকাল পিআইসিরা ট্যাগ অফিসারের নিকট বিলে স্বাক্ষর করাতে গেলে তিনি অনিয়মের বিষয়টি সামনে এনে বিলে স্বাক্ষর করতে অনীহা প্রকাশ করেন। ভবিষ্যতে এমন হবে না এবং হতদরিদ্র লেবারদের মানবিক বিষয়টি এবং তাদের অনুরোধে তিনি বিলে স্বাক্ষর করেন। আবার অনেক পিআইসি দলীয় ক্ষমতার বিষয়টিও প্রত্যক্ষভাবে ট্যাগ অফিসারকে মনে করিয়ে দেন। এবিষয়ে দায়িত্বরত ট্যাগ অফিসার চুয়াডাঙ্গা সদর উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরবর্তী কাজে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। এ বিষয়ে অভিযুক্ত প্রকল্প পিআসিরা উত্থাপিত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কাজে কোনো ঘাপলা বা লেবার কম নেইনি।