স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রেলগেট এলাকা থেকে দু মণ গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল আটটার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সাতাত কালীবাড়ী গ্রামের সফিয়ার রহমানের ছেলে আলম (২৬), বগুড়ার শেরপুর উপজেলার সলদা গ্রামের মহির উদ্দিনের ছেলে মাসুদ রানা তোতা (৩০) ও একই গ্রামের আমির উদ্দিন আকন্দের ছেলে আবুল কালাম (২৭)। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার তুষভান্ডার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে দু মণ গাঁজা ও একটি ট্রাকসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।