স্পেন-জার্মানি ও ইংল্যান্ডের জয়

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ বাছাইপর্বের শেষ প্রান্তে এসেও অপরাজেয় স্পেন। শুক্রবার উয়েফা অঞ্চলের আরও জিতেছে ইংল্যান্ড, জার্মানি, ইতালির মতো ফেভারিট দলগুলো। তবে টানা ছয় ম্যাচ জয়ের স্বাদ পাওয়া নেদারল্যান্ডস শেষ মুহূর্ত পর্যন্ত হার এড়িয়েছে এস্তোনিয়ার কাছে।

গত মার্চে ফিনল্যান্ডের বিপক্ষে জয়ের কাছে গিয়েও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক স্পেন। এবারও ফিনল্যান্ডের মাঠে জর্ডি অ্যালবার গোলে এগিয়ে গেলেও তেমনটা আশঙ্কা দেখা গিয়েছিলো। শেষ পর্যন্ত ম্যানসিটি স্ট্রাইকার আলভারো নেগ্রেদোর গোলে ২-০ ব্যবধানে স্বস্তির জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা। এ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে তারা। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্রান্স জর্জিয়ার মাঠে গোলশূন্য ড্র করে তিন পয়েন্টের ব্যবধানে পিছিয়ে।

তলানিতে থাকা মলদোভার বিপক্ষে ওয়েম্বলিতে নেমে ৪-০ গোলে জিতেছে ইংল্যান্ড। মাত্র ১২ মিনিটে গোলমুখ খোলেন ইংলিশ অধিনায়ক স্টিভেন জেরার্ড। সাউদাম্পটন স্ট্রাইকার রিকি ল্যাম্বার্ট দ্বিগুণ করেন ব্যবধান। প্রথমার্ধের কিছুক্ষণ আগে হলুদ কার্ড দেখায় ইউক্রেনের বিপক্ষে পরের ম্যাচে খেলার যোগ্যতা হারান দানি ওয়েলব্যাক। তবে তার পা থেকে এদিন এসেছে দলের তৃতীয় গোল। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের চার নম্বর গোলটিও করেন এই ম্যানইউ তারকা। মন্টিনিগ্রোর চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ১৫ পয়েন্টে এইচ গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। পোল্যান্ডের মাঠে ১-১ গোলে ড্র করায় দুই পয়েন্ট খুঁইয়ে শীর্ষস্থান হারিয়েছে মন্টিনিগ্রো। জার্মানির ৩-০ গোলে জেতানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন মিরোস্লাভ ক্লোস।