মাথাভাঙ্গা মনিটর: চীনা জাহাজের ধাক্কায় ভিয়েতনামের একটি মাছ ধরার জাহাজ ডুবে যাওয়া নিয়ে পাল্টপাল্টি অভিযোগ করেছে দু’দেশ।দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলেচীনের তেলের রিগ বসানোকে কেন্দ্র করে ভিয়েতনামের সাথে উত্তেজনায় নতুন মাত্রা যোগকরেছে এ ঘটনা।চীনা তেলের রিগের মাত্র ১৭ নটিক্যাল মাইল দূরে মাছ ধরা জাহাজডুবানোর ঘটনা ঘটে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছেন ভিয়েতনামের কর্মকর্তারা।ভিয়েতনামের সরকারি কর্মকর্তা ও উপকূলরক্ষীরা জানায়, মাছ ধরার জাহাজডুবানোর আগে জাহাজটিকে অন্তত ৪০টি চীনা জাহাজ ঘিরে ফেলে। এরপর একটি চীনা জাহাজেরধাক্কায় ভিয়েতনামী জাহাজ ডুবে যায়। তবে ডুবে যাওয়া মাছ ধরার জাহাজের ১০ জেলেকেউদ্ধার করেছে অন্য কয়েকটি ভিয়েতনামি জাহাজ।ওদিকে, চীনের সরকারি সূত্র ওরাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলছে, চীনের একটি মাছ ধরা জাহাজকে হয়রানি করে এবংএর সাথে ধাক্কা লেগে ভিয়েতনামী জাহাজ ডুবেছে।