পূর্ব ইউক্রেইনে লড়াইয়ে বহু বিচ্ছিন্নতাবাদী নিহত

মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় শহর দোনেস্কে রুশপন্থীবিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেইনীয় সরকারি বাহিনীর সংঘর্ষে ৩০ থেকে ৩৫ জনবিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছেন রুশপন্থী এক বিদ্রোহী। গতকাল মঙ্গলবারবার্তা সংস্থা রয়টার্সকে ত্রিশোর্ধ বয়সের ওই বিদ্রোহী এসব কথা জানান। তবে তিনি তারনাম জানাননি। গতসোমবার বিদ্রোহীরা দোনেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর দখল নেয়ারচেষ্টা করলে ইউক্রেইনীয় বাহিনীর সাথে তাদের লড়াই শুরু হয়। তারপর থেকে গত ২৪ ঘন্টাধরে লড়াই অব্যাহত আছে বলে জানা গেছে।বিচ্ছিন্নতাবাদীদের ওপর আকাশ হামলাচালিয়েছে ইউক্রেইনীয় সরকারি বাহিনী।ওই বিদ্রোহী জানিয়েছেন, লড়াইয়ের একপর্যায়ে তিনি ও তার এক ডজন সঙ্গী শহরের কেন্দ্রস্থলের একটি মর্গের কাছের অবস্থানথেকে সরে আসতে বাধ্য হন।