মেহেরপুরের হিজুলী গ্রামের ইসানুল ও খোকন বাসে উঠে অজ্ঞানপার্টির কবলে

 

 

গরু কেনার ৫০ হাজার টাকা খোয়ালেন দুজন

আমঝুপি প্রতিনিধি: গরু কিনতে হাটে যাওয়ার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন মেহেরপুরের হিজুলী গ্রামের দুজন। গতকাল বিকেলে মেহেরপুর থেকে ছেড়ে যাওয়া বাসে উঠে তারা অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। অচেতন অবস্থায় তাদেরকে গোকুলকালী থেকে উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুজন চিকিৎসাধীন ছিলেন।

এলাকাসূত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে ইসানুল (৩২) ও মৃত হাফিজ উদ্দিনের ছেলে খোকন আলী (২৮) গরু কেনার উদ্দেশে গতকাল বিকেলে দামুড়হুদার ডুগডুগি হাটে রওনা দেন। তারা হিজুলীর নিকটবর্তী দীনদত্ত ব্রিজের কাছ থেকে চুয়াডাঙ্গাগামী বাসে ওঠেন। বাসের ভেতরে দুজন অজ্ঞানপার্টির কবলে পড়েন। অজ্ঞানপার্টির সদস্যরা তাদের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। অচেতন অবস্থায় দুজনকে গোকুলখালী বাজারের কাছে নামিয়ে দেয়া হয় বাস থেকে। পরে তাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।