দৌলতপুরে ভণ্ডপীরের মুরিদ কর্তৃক মসজিদ উচ্ছেদের পাঁয়তারা!

 

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোড়েরপাড়া এলাকায় এক ভণ্ডপীরের আস্তানার জন্য একটি চক্র মসজিদের জমি দখল করে মসজিদটি উচ্ছেদের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা নিয়ে ইতোমধ্যে দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

অভিযোগে জানাযায়, দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নের গোড়েরপাড়া এলাকায় কাবিল উদ্দিন শেখ নামে এক ধর্মপ্রাণ ব্যক্তির দান করা ১০ শতক জমির ওপর বেশ কয়েক বছর আগে একটি মসজিদ নির্মাণ করা হয়। ওই মসজিদটির পাশেই রয়েছে ভণ্ডপীর মিনাজ ফকিরের আস্তানা। ওই আস্তানার নামে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে বেপরোয়া চাঁদাবাজি করে আসছে ভণ্ডপীরের লোকজন। এছাড়া তারা সেখানে নিয়মিত গাঁজার আসর বসানোসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ফলে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের চরম বিপাকে পড়তে হয়। এদিকে গত কয়েকদিন ধরে ওই ভণ্ডপীরের লোকজন মসজিদের জমি দখল করে সেখান থেকে মসজিদটি উচ্ছেদের পাঁয়তারা করার প্রতিবাদে মুসল্লিরা ফুঁসে উঠেছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা এতোদিন আস্তানার লোকজনের ভণ্ডামি সহ্য করে এলেও এবার তারা মসজিদটি উচ্ছেদের পাঁয়তারা শুরু করায় মুসল্লিরা চরম বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।

স্থানীয়রা জানান, এলাকার শের আলীর নেতৃত্বে আবুল হোসেন, হজরত আলী, দাউদ হোসেন, রনি, সুমন, জসিম উদ্দিন, সোহেল রানা, সিরাজুদ্দিন, দুলাল হোসেন ও বাবর আলীসহ ভণ্ডপীর মিনাজ ফকিরের ভক্তরা নির্বিঘ্নেতাদের অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য কাবিল উদ্দিন শেখের দেয়া ওই মসজিদের জমি দখল করে সেখান থেকে মসজিদটি উচ্ছেদের পাঁয়তারা করছে। এ কারণে ক্ষুব্ধ মুসল্লিদের সাথে ওই ভণ্ডপীরের ভক্তদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ভণ্ডপীরের ভক্তরা সংঘবদ্ধ হয়ে জোর করে মসজিদটি ভেঙে দেয়ার চেষ্টা করলে সেখানকার মুসল্লিদের সাথে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদের জমি দখলের চেষ্টাকারী ভণ্ডপীরের লোকজনের কবল থেকে মসজিদটি সুরক্ষার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।