স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর ২০থেকে বাড়িয়ে ৩০ করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটিরবৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।এছাড়া কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, এখন থেকে সংসদীয় কমিটিরসদস্যরা প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের বিভিন্ন কার্যালয় ও বিদ্যালয়পরিদর্শন করবেন। এজন্য কমিটির সদস্যরা বিভাগওয়ারি দায়িত্ব ভাগ করেনিয়েছেন। কমিটির সভাপতি মোতাহার হোসেন রংপুর বিভাগ, সদস্য সামশুল হকচৌধুরী চট্টগ্রাম বিভাগ, আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন বরিশাল বিভাগ (বরগুনা ওভোলা বাদ দিয়ে), আবদুর রহমান খুলনা বিভাগ ও ফরিদপুর জেলা, নজরুল ইসলামঢাকা বিভাগ, আবুল কালাম রাজশাহী বিভাগ, আলী আজম ভোলা ও বরগুনা জেলা, মোহাম্মদ ইলিয়াছ সিলেট বিভাগ এবং উম্মে রাজিয়া বৃহত্তর ফরিদপুর জেলায়দায়িত্ব পালন করবেন।