৬৪টি জেলায় অটিস্টিক স্কুল করার সুপারিশ

স্টাফ রিপোর্টার: দেশের ৬৪টি জেলা সদরে অটিস্টিক শিশুদের জন্য স্কুল চালুর সুপারিশ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রোববার সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীকমিটির প্রথম বৈঠকে এ সুপারিশের পাশাপাশি এসব স্কুল চালু করতে জেলা প্রশাসকদের স্থানীয় জনসাধারণেরসহায়তা নেয়ার সুপারিশও করা হয়েছে।বৈঠক শেষে কমিটির সদস্য আয়েশা ফেরদাউস সাংবাদিকদের বলেন, “কমিটির সুপারিশ অনুযায়ী মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অটিজম নিয়ে বাংলাদেশের একটিপ্রস্তাব পাস হয়।শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশবাধাগ্রস্ত হলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুদেরমস্তিষ্কের গঠন হয় অন্যদের চেয়ে আলাদা।ফলে তারা অন্যদের মতো করে নিজের যত্ন নেয়া শেখে না। নিজেনিজে কাপড় পরা, একা একা খাওয়া বা টয়লেট করা কিংবা অন্যদের কাছে নিজের প্রয়োজন বাইচ্ছার কথা প্রকাশ করা শিখতেও তাদের সমস্যা হয়।সাধারণত তিন বছর বয়সের মধ্যে শিশুদের মধ্যে এসব লক্ষণদেখা দেয়।সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, জাতীয়প্রতিবন্ধী ফাউন্ডেশনের মাধ্যমে ২০১১ সালে একটি সম্পূর্ণ অবৈতনিক অটিস্টিক স্কুলচালু করা হয়েছে। ২০টি দরিদ্র পরিবারের ২০ জন অটিস্টিক শিশুকে এ স্কুলের মাধ্যমেবিশেষ পদ্ধতিতে শিক্ষা দেয়া হচ্ছে।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকেদেশের দুঃস্থ, দরিদ্র, এতিম, বয়স্ক, বিধবা, বিপন্ন শিশু, প্রতিবন্ধী ও প্রান্তিকজনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে আসন্ন বাজেটে সমাজকল্যাণ মন্ত্রণালয়েরজন্য বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়।এছাড়া বৈঠকে জেলা সমাজকল্যাণ পরিষদে পড়ে থাকা ‘অলস অর্থ’ দরিদ্র মানুষের কল্যাণে ব্যয়করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একইসাথে দেশের প্রতিটিহাসপাতালে একটি করে প্রবীণ কল্যাণ সেবা কেন্দ্র চালুর সুপারিশও করা হয়।কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্ব বৈঠকেকমিটির সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জনশীল গোপাল, আয়েশাফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, পীর ফজলুর রহমান, শেখ হাফিজুর রহমান, মো. আব্দুলমতিন এবং লুৎফা তাহের অংশ নেন।