স্টাফ রিপোর্টার: সুপ্রীম কোর্ট এলাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কর্মসূচি পালনে বাঁধা দেয়াসহ তাদের আটকের প্রতিবাদে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন চুয়াডাঙ্গা আদালতের আইনজীবীরা। গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম বিষয়টি নিশ্চিত করেছেন।