গাংনীর মহিলা এমপি সেলিনা আখতার বানুর অফিস উদ্বোধন

 

 

গাংনী প্রতিনিধি: ৩০৭ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আখতার বানুর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে মেহেরপুরের গাংনী শহরের থানা সড়কে এ কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। ফিতাকেটে উদ্বোধন করেন মহিলা এমপি সেলিনা আখতার বানু।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাব উদ্দীন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্মসম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সহসভাপতি সবুক্তগীন মাহমুদ পলাশসহ নেতৃবৃন্দ। এ কার্যালয় থেকে মহিলা এমপি দাপ্তরিক ও রাজনৈতিক কার্যক্রম পরিচালা করবেন।