মাথাভাঙ্গা মনিটর: ১৯৭১সালের আগে ভারতে বসতিস্থাপনকারী সব বাংলাদেশি ভারতীয় বলে রায় দিয়েছেমেঘালয়ের হাইকোর্ট। রায়ে বলেছে, যেসব বাংলাদেশী ১৯৭১ সালের ২৪ মার্চের আগেমেঘালয়ে এসেছেন, তাদের ভারতীয় বিবেচনা করতে হবে এবং ভোটার তালিকায়তাদের নাম অন্তর্ভূক্ত করতে হবে। বাংলাদেশ থেকে যাওয়া প্রায় ৪০ জনঅভিবাসীর আবেদনের প্রেক্ষাপটে আদালত এই ঐতিহাসিক রায় প্রদান করেছে বলেবার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।নাগরিকত্ব সন্দেহজনক- একথা জানিয়েআসাম সীমান্ত-সংলগ্ন মেঘালয়ের রি-ভোই জেলার আমজং গ্রামে বসবাসকারীদের জেলাপ্রশাসন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানানোর পর তারাআদালতের শরণাপন্ন হন। ডেপুটি কমিশনার তাদের নাগরিকত্ব সনদপত্রও জব্দকরেছিলো।বিচারপতি এস আর সেন ১৫ মে তার রায়ে ডেপুটি কমিশনার পূজাপান্ডেকে জব্দ করা সনদপত্র ফেরত দেয়ারও নির্দেশ দিয়েছেন। এছাড়া আগামীনির্বাচনের আগেই তাদের নাম ভোটার তালিকায় তোলাও নির্দেশ দেয়া হয় ওইরায়ে। তিনি বলেন, কারা থাকতে পারবেন আর কারা পারবেন না তা নিয়ে দু দেশেরমধ্যে সমঝোতা হয়েছে।