মানহানির মামলায় কেজরিওয়াল আটক

 

মাথাভাঙ্গা মনিটর: মানহানিরমামলায় আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আদালতের হেফাজতে নেয়া হয়েছে। ভারতে বিজেপি নেতা নিতিন গাড়করির করা মামলায় গতকাল বুধবার তাকে আটকনেয়া হয়। জামিনের অর্থ দিতে রাজি না হওয়া তাকে এ অবস্থায় পড়তে হয়বলে জানা যায়। তিনি গাড়করিকে ‘দুর্নীতিবাজ’ লোক হিসেবে অভিহিত করেছিলেন।দিল্লিরমেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট গোমতি মনোচাকে কেজরিওয়াল বলেন, আমি দুর্নীতিরবিরুদ্ধে লড়াই করছি। আমি কোনো অন্যায় করিনি, তাই জামিন চাইব না। তিনিবলেন, এ মামলাটি রাজনৈতিক প্রকৃতির হওয়ায় তিনি জামিনের বন্ড দেবেন না।এর বদলে তিনি বরং প্রতিটি শুনানিতে হাজির হওয়ার মুচলেকা দিতে রাজি আছেন।আমআদমি নেতার আইনজীবী আদালতকে বলেন, তার বিরুদ্ধে দায়ের করা আগেকারমানহানির মামলায় তাকে প্রতিটি শুনানিতে হাজির হওয়ার শর্তে জামিন দেয়াহয়েছিলো। বিজেপি নেতা গাড়করির আইনজীবী অবশ্য কেজরিওয়ালের আবেদনের বিরোধিতাকরেন।গাড়করি মামলার অভিযোগে উল্লেখ করেন, ৩১ জানুয়ারি কেজরিওয়াল ‘ভারতের সবচেয়ে দুর্নীতিবাজ’ লোকদের যে তালিকা প্রকাশ করেছিলেন, তাতে তারনাম ছিলো। তিনি আদালতকে বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, কেলেঙ্কারিময়, অবমাননাকর। এ অভিযোগে তার মর্যাদার হানি হয়েছে।