আলমডাঙ্গার জামজামিতে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ঝন্টু গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: জামজামি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে আলমডাঙ্গা উপজেলার পুরাতন পাঁচলিয়া গ্রাম থেকে ঝন্টু নামে এক হত্যামামলার আসামিকে গ্রেফতার করেছে।  গতকাল শুক্রবার সন্ধ্যায় জামজামি ফাঁড়ি পুলিশের আইসি আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার পুরাতন পাঁচলিয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ঝন্টুকে গ্রেফতার করে। ঝন্টু হত্যামামলার এজাহারভুক্ত আসামি। আজ শনিবার সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।