কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের লাঠিঘাতে পিতার মৃত্যু

 

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিতা খেদবার আলীর (৫০) মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, খেদবার আলীর ছেলে শিপন আলী (২৫) ঢাকায় গার্মেন্টেস ফ্যাক্টরিতে কাজ করতো। সে ছুটিতে বাড়ি এসে টাকা চাইলে তার পিতা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে সে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার পিতার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পিতা খেদবার আলী মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খেদবার আলীর মৃত্যু হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। খেদবার আলী দৌলতখালী গ্রামের মৃত হেরী মোল্লার ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।