চুয়াডাঙ্গায়সাইবার নিরাপত্তাশীর্ষক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ে সেমিনার

 

স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ সাইবার জগৎ, এটাই হোক আজকের শপথ’ এ স্লোগানকে সামনে নিয়ে চুয়াডাঙ্গায় সাইবার নিরাপত্তাশীর্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আইন ২০০৬ (২০১৩ সংশোধিত) সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রোববার বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেনঅতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা ও ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাশিফ আলী খান। এছাড়া ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাড. মাহফুজুর রহমান, সফটওয়ার ইঞ্জিনিয়ার সামিন ইয়াসার ও মনিটরিং অফিসার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন তার বক্তব্যে বলেন, ‘ইন্টারনেট ব্যবহারকারীদের সাইবার সিকিউরিটি ও তথ্য প্রযুক্তি আইন সম্পর্কে সকলেই সঠিকভাবে জানতে হবে। আগামীতে কাগজে কোনো কাজ হবেনা। সাইবার সিকিউরিটি সম্পর্কে একদিনে সবাইকে এর আওতায় আনা সম্ভব নয়। তবে, আগামীতে এ সংখ্যা বৃদ্ধি পাবে।’ সেমিনারে প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, এনজিও, শিক্ষক, ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।