সড়ক নির্মাণ কাজে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অংশ হিসেবে ২৮ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার মেহেরপুর-মুজিবনগর মহাসড়ক নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ।

গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সচেতন নাগরিক সমাজের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মেহেরপুর-মুজিবনগর মহাসড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। রাস্তার ঠিকাদারসহ সরকারি কর্মকর্তার যোগসাজশে তারা রাস্তার কাজ যথাযথভাবে করছে না। অবিলম্বে রাস্তার যে অংশটুকু কাজের অনিয়ম হয়েছে তা তুলে ফেলে পুনর্নির্মাণের জোর দাবি জানান তারা।