মাথাভাঙ্গা মনিটর: আসন্নফুটবল বিশ্বকাপে বর্তমান সময়ের দু সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এবংলিওনেল মেসি দুজনেই দেশের হয়ে আলো ছড়াবেন বলে মনে করেন ফ্রান্সের ফুটবলকিংবদন্তী বর্তমান রিয়াল মাদ্রিদের সহকারী কোচ জিনেদিন জিদান।
পর্তুগিজঅধিনায়ক রোনালদো সম্পর্কে জিদান বলেন, রোনালদো বিস্ময়কর এক প্রতিভা।রিয়ালে তাকে প্রতিনিয়ত অনুশীলন করতে দেখছি। রিয়ালের হয়ে অসাধারণ কিছু অর্জনরয়েছে তার। সে আমাদের সেরা খেলোয়াড়। তাকে দেখে বিশ্বাস করছি বিশ্বকাপ মাঠেসে জ্বলে উঠবে।
অপরদিকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিওব্রাজিলে নিজের চেনা রুপ মেলে ধরবে বলে মনে করছেন জিদান। তিনি বলেন, মেসিওবিশ্বকাপে তার প্রতিভা মেলে ধরবে। তারা দুজন (রোনালদো ও মেসি) বিশেষক্যাটাগরির খেলোয়াড় ও নিজেদের দেশের জন্য তারা শিরোপা জেতার ক্ষমতা রাখে।ফুটবল ভক্ত হিসেবে আমরা তাদের সেরাটা দেখতে ভালোবাসি।ইনজুরিরকারণে রোনালদো বিশ্রামে আছেন। গত শনিবারের ম্যাচে খেলার কথা থাকলেও পূর্ণসুস্থ না হওয়াতে মাঠে নামেনি রোনালদোএবং লা লিগার শেষ ম্যাচ ড্র করেশিরোপা হাতছাড়া করা মেসির পূর্ণ মনোযোগ এখন বিশ্বকাপকে ঘিরেই।