এসএসসিতে যশোর বোর্ডসেরা মেহেরপুর জেলা :সপ্তম স্থান গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ

 

 

মাজেদুল হক মানিক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ২০১৪’র ফলাফলে যশোর বোর্ড সেরা মেহেরপুর জেলা। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১০টি জেলার মধ্যে শ্রেষ্টত্ব অর্জন করেছে মেহেরপুর জেলা। অপরদিকে প্রতিষ্ঠান হিসেবে গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ বোর্ডের সপ্তম স্থান অর্জন করেছে।

বোর্ডের প্রকাশ করা ফলাফলে দেখা গেছে, গত কয়েক বছরের সেরা জেলাগুলোকে টপকে মেহেরপুর জেলা বোর্ড সেরা হয়েছে। যশোর বোর্ডের পাশের হার ৯২ দশমিক ১৯ ভাগ হলে মেহেরপুর জেলার পাশের হার ৯৩ দশমিক ৪৩ ভাগ। ৯৩ দশমিক ১৮ ভাগ পাশের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা। তৃতীয় অবস্থানে রয়েছে ঝিনাইদহ জেলা। এর পাশের হার ৯২ দশমিক ৮৪ ভাগ। চতুর্থ স্থানে থাকা খুলনা জেলার পাশের হার ৯২ দশমিক ৭১ ভাগ। পঞ্চম স্থান যশোর জেলার। এর পাশের হার ৯২ দশমিক ৭০ ভাগ। ৯১ দশমিক ৪৮ ভাগ পাশের হার নিয়ে ষষ্ট স্থানে রয়েছে বাগেরহাট জেলা। সপ্তম স্থানে রয়েছে চুয়াডাঙ্গা জেলা। পাশের হার ৯১ দশমিক ৪২ভাগ। সাতক্ষীরা জেলা রয়েছে অষ্টম স্থানে। পাশের হার ৯১ দশমিক ৬ ভাগ। নড়াইল জেলা রয়েছে নবম স্থানে। এর পাশের হার ৯১ দশমিক ১ ভাগ। মাগুরা জেলা সর্বশেষ স্থানে। পাশের হার ৯০ দশমিক ৫৫ ভাগ।

এদিকে যশোর বোর্ডের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাংনীর সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ সপ্তম স্থান অর্জন করেছে। একইসাথে প্রতিষ্ঠানটি মেহেরপুর জেলার সেরা। ৮৫ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। এ গ্রেড পেয়েছে ১৬ জন। বোর্ডের ১১ নম্বরে রয়েছে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও খুলনা মিলিটারী কলেজিয়েট স্কুল। দ্বিতীয় খুলনা করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, তৃতীয় খুলনা জিলা স্কুল, চতুর্থ যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চম কুষ্টিয়া জিলা স্কুল, ষষ্ঠ খুলনা ক্যান্টমেন্ট পাবলিক স্কুল, অষ্টম যশোর জিলা স্কুল, নবম খুলনা পাবলিক কলেজ, দশম যশোর গভর্মেন্ট বালিকা বিদ্যালয়।