মাথাভাঙ্গা মনিটর: ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে এখনপর্যন্ত সবেচেয়ে আশা জাগানিয়া দল কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপারকিংস। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দল দুটি। তবে গতকাল রোববার মহেন্দ্র সিং ধোনিরচেন্নাইকে কঠিন লড়াইয়ে ৫ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সব্যাঙ্গালুরু। এতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে প্লে-অফের আশা বাঁচিয়েরেখেছে ব্যাঙ্গালুরু। এদিন সুরেশ রায়নার ৪৮ বলে ৬২ রানের ওপর ভর করেচেন্নাই প্রথমে করে ৪ উইকেটে ১৩৮ রান। এ রান তাড়া করতে নেমে ব্যাঙ্গালুরুরজয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিলো ১০ রান। কিন্তু মিস্টার কুলধোনি যেনএদিন হিসাব ঠিক রাখতে পারলেন না। শেষ ওভারে বল করতে দিলে ডেভিড হাসিকে। আরতার প্রথম পাঁচ বলে জয় তুলে নেয় ব্যাঙ্গালুরু। শেষ ওভারে যুবরাজ সিংরা তুলেনেন ১৩ রান। ডেভিড হাসিকে শেষ ওভারে বল করতে দিয়ে সমালোচনার শিকার হচ্ছেনধোনি। শেষ ওভার বল করানোর জন্য ধোনির হাতে ছিলো তিনটি অপশনস্যামুয়েল বদ্রি, মোহিত শর্মা ও ডেভিড হাসি। শর্মা তার আগের ২ ওভারে ১২ ও বদ্রি দিয়েছিলেন ৩ওভারে ১৫ রান। কিন্তু ব্যক্তিগত আগের ২ ওভারে ২৫ রান দেয়া ডেভিড হাসিকেধোনি শেষ ওভার করার জন্য কেন বেছে নিলেন তা অনেকের বোধগম্য না। এ হাসিমার্চের পর প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন এদিন। আর টি-টোয়ন্টিতে সর্বশেষ ১৪ম্যাচে মাত্র একবার এক ওভারের ওপর বল করেছেন তিনি। সেই ডেভিড হাসির ওপরভরসা করায় ধোনির বেশ সমালোচনা হচ্ছে। হাসির করা শেষ ওভারের প্রথম বলে ছক্কাহাঁকান যুবরাজ সিং। পরের ২ বলে ৩ রান নেয়ার পর পঞ্চম বলে আবু নেশিম একটিচার মেরে দলের জয় নিশ্চিত করেন। এর আগে বাঙ্গালুরুর হয়ে ৫০ বলে সর্বোচ্চ৪৬ রান করেন ক্রিস গেইল।