মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলা ও ইউপি চেয়ারম্যানসহ ১৪৬ জন জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে আবারো মহেশপুর থানায় নাশকতা ও অগ্নি সংযোগের অভিযোগে মামলা হয়েছে ।
থানা সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল গনির ছেলে রজব আলী বাদী মহেশপুর থানায় একটি এজাহার দাখিল করে। এজাহারে বলা হয়েছে, ২০১৩’র ১২ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হলে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই ও কাজীরবেড় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীর নেতৃত্বে ৪-৫শ জামায়াতের নেতাকর্মী অস্ত্রশন্ত্র নিয়ে উপজেলার সামন্তা বাজারে একটি মিছিল বের করে কয়েকটি দোকান ভাঙচুর করে। মিছিলিটি নিয়ে সামন্তা গ্রামের রজব আলীর বাড়ির দিকে যায় এবং নেতৃত্ব দানকারীদের হুকুমে তার বাড়িঘর লুট করে এবং ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ইতঃপূর্বে এ সকল সহিংস ঘটনায় ৭-৮টি মামলা রয়েছে। জানা গেছে, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বর্তমানে জেলহাজতে রয়েছেন। ইউপি চেয়ারম্যান আব্দুল আলীর সাথে মোবাইলফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ মামলা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা ও ভিত্তিহীন। বেশ কিছুদিন ধরে স্থানীয় নেতারা তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো। তিনি তা পূরণ করতে না পারায় তার ও তার নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের সহযোগিতায় এ মামলা হয়েছে।