ঝিনইদহের মামুনশিয়ার মাঠ থেকে ৫টি বোমা উদ্ধার

 

 

বাজারগোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি উইনিয়নের মামুনশিয়া থেকে পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বাজারগোপালপুর ক্যাম্প পুলিশ মামুনশিয়া গ্রামের বিলের মাঠ থেকে এ বোমাগুলো উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহাব উদ্দিন আজাদ জানান, বুধবার বিকেলেমামুনশিয়া গ্রামের এক কৃষক মাঠে কাজ করতে যান। এ সময় মাঠের রাস্তার ধারে একটি ভুট্টার খড়ির(জ্বালানি)গাদার মধ্যে কয়েকটি বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাজারগোপালপুর ক্যাম্প ইনচার্জ সামসুজোহা সঙ্গীয় ফোর্স নিয়ে বোমাগুলো উদ্ধার করেন। তিনি আরো জানান,সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য এ বোমাগুলো দুষ্কৃতিরা গচ্ছিত রেখেছিলো।