মাথাভাঙ্গা মনিটর: সুনীল নারায়ণ,সাকিব আল হাসানের আঁটোসাটো বোলিঙেরপর রবিন উথাপ্পার আক্রমণাত্মক ব্যাটিঙে সহজ জয় পেয়েছে কোলকাতা নাইটরাইডার্স। শিরোপাধারী মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে কোলকাতা।বোলিঙে ৪ ওভার বল করে ২১ রান দিয়ে লেন্ডল সিমন্সের উইকেটটি নেন সাকিব।ব্যাটিঙে খুব বেশি কিছু করার সুযোগ ছিলো না তার। দলকে জয়ের একেবারেকাছাকাছি নিয়ে গিয়ে লাসিথ মালিঙ্গার বল উড়িয়ে মারতে গিয়ে অম্বাতি রাইডুরক্যাচে পরিণত হয়ে বিদায় নেন সাকিব (৮ বলে ৯)।১০ খেলায় এটি কোলকাতার পঞ্চম জয়। আর সমান খেলায় মুম্বাইয়ের সপ্তম পরাজয়। গত বুধবার কটকের বারাবাতি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪১ রান করে মুম্বাই।ষষ্ঠওভারে ৩৫ রানে দু উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নিমুম্বাইয়ের। দ্বাদশ ওভারে রাইডুর বিদায়ে মুম্বাইয়ের স্কোর দাঁড়ায় ৭০/৩।এরপরওদলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক রোহিত শর্মাও কোরি অ্যান্ডারসন (১৮)। সুনীলের বলে বোল্ড হয়ে বিদায় নেয়ার আগে ৫১ রানকরেন রোহিত। তার ৪৫ বলের ইনিংসে ছিলো ৪টি চার ও ২টি ছক্কা।কোলকাতার পক্ষে মর্নে মরকেল ২ উইকেট নেন ৩৫ রানে।জবাবে ৮ বল অব্যবহৃত রেখে লক্ষ্যে পৌঁছে যায় কোলকাতা।অধিনায়কগৌতম গম্ভীরের (১৪) সাথে ৫০ ও মনিশ পাণ্ডের (১৪) সাথে ৪৬ রানের চমৎকারদুটি জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে আসেন উথাপ্পা। ষোড়শ ওভারের শেষ বলে তিনিবিদায় নেয়ার সময় কোলকাতার সংগ্রহ ১১৬/৩।৫২ বলে খেলা উথাপ্পার ৮০রানের ইনিংসে ছিলো ৯টি চার ও ৩টি বিশাল ছক্কা। এরপর বাকি কাজটুকু সারতে কোনোসমস্যা হয়নি আইপিএলের শততম ম্যাচ খেলতে নামা ইউসুফ পাঠানের (অপরাজিত ২০)।মুম্বাইয়ের পক্ষে হরভজন সিং ২ উইকেট নেন ২২ রানে।