ভারতের সঙ্গে ঝগড়া নয় :সুসম্পর্ক চায় বিএনপি

 

স্টাফ রিপোর্টার: প্রতিবেশীদেশ হিসেবে বিএনপি ভারতের সঙ্গে ঝগড়া নয়, সুসম্পর্ক রাখতে চায় বলে মন্তব্যকরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকালবৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কালংমার্চ উপলক্ষে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ‘মাওলানা ভাসানি ও ঐতিহাসিকফারাক্কা লংমার্চশীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, আমরা ভারতের সাথে ঝগড়াকরতে চাই না। আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক চাই। তার ভিত্তি হতে হবেসমমর্যাদার। নতজানু দাসসুলভ মনোভাব নিয়ে অধিকার আদায় করা যায় না।সরকারজনগণ থেকে বিচ্ছিন্ন এবং রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন রাষ্ট্রযন্ত্রের ওপরনির্ভর করে দেশ চালাচ্ছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনগণ নয়- সরকার এখন রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভরশীল। সরকার জনগণ থেকেবিচ্ছিন্ন হয়ে এখন রাষ্ট্রযন্ত্রের ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে। সে জন্যজনগণের সরকার প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে।র‌্যাবের সমালোচনা করেমির্জা ফখরুল বলেন, বিএনপি র‌্যাবকে সন্ত্রাস দমনে সৃষ্টি করলেও এখন এবাহিনী সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। মানুষ যেখানে-সেখানে এবাহিনীর হাতে লাশ হয়ে যাচ্ছে। স্বাধীনতার ৪২ বছর পরেও কেউ ভালো আছে তা বলতেপারছে না।