ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

ঝিনাইদহ অফিস: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত মামলার কার্যক্রম বিশেষ আদালতে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা ছাত্রদল। গতকালবুধবার দুপুরে শহরের কেপি বসু সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করেন ছাত্রদল নেতাকর্মীরা। সমাবেশে জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আনন ও যুগ্মআহ্বায়ক আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদ, সাইফ মাহমুদ মামুন, ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ সোহেল, মনিরুজ্জামান মাসুম, সাইফ মোমিন, মিরাজুল ইসলাম, মোজাম হোসেন ওজুলফিকার আলী বক্তব্য রাখেন। মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদলের কয়েক শ নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, দেশে এখন হিরক রাজার শাসন চলছে। যাকে ইচ্ছা মেরে ফেলা হচ্ছে, যাকে ইচ্ছা বাঁচিয়ে রাখা হচ্ছে। বক্তারা বলেন, হত্যা, গুম, সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবৈধ এ সরকার ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ কখনোই তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেবে না।