মহেশপুর প্রতিনিধি: মহেশপুরের মাদকসম্রাট মিজা খোঁড়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে মাদকক্রেতা সেজে শাদা পোশাকে ডিবি পুলিশ খালিশপুর গ্রামের মৃত তাহার গাজীর ছেলে মিজা খোঁড়াকে নিজ বাড়ি থেকে ফেনসিডিলসহ গ্রেফতার করে।
জানা গেছে, ডিবি পুলিশের একটি টহল দল (ঢাকা-মেট্রো-গ-১৩-৩৪৮৯) নম্বরের একটি মাইক্রোবাসযোগে তাকে আটক করে নিয়ে যায়। মিজা খোঁড়া দীর্ঘদিন ধরে খালিশপুর এলাকাসহ এ অঞ্চলে মাদকব্যবসা করে আসছিলো। এ বিষয়ে মহেশপুর থানার ওসি শাহাজান আলী জানান, এবিষয়টি তার জানা নেই। এদিকে ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি তাৎক্ষণিক বিষয়টি জানাতে পারেনি।