দামুড়হুদায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ধর্ষণ মামলার পলাতক আসামি শাহিনকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই আফজাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। সে কলাবাড়ি গ্রামের মৃত আবুবকর সিদ্দিকের ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, আটক শাহিন একটি ধর্ষণ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো।