দামুড়হুদার র্শীর্ষ সন্ত্রাসী মিজারের সেকেন্ড ইন কমান্ড ভগিরথপুরের মোশারেফ আটক : জেলহাজতে প্রেরণ

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার শীর্ষ সন্ত্রাসী মিজারের সেকেন্ড ইন কমান্ড রামনগর, কলাবাড়ি, ইব্রাহিমপুর, গুচ্ছগ্রাম, গোপালপুর এলাকার ত্রাস ও চিহ্নিত চাঁদাবাজ ভগিরথপুরের হযরত আলীর ছেলে মোশারেফকে (৩৫) আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাত ২টার দিকে দামুড়হুদা মডেল থানার ওসি শিকদার মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে ভগিরথপুর বাজার থেকে আটক করে। তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে গতকাল বুধবার সকালে আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, মোশারেফ এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ সাইফুল ইসলাম জদু ওরফে সুমন, রনি, জিনারুল, রাশেদ গ্যাংগ্রুপের একজন সক্রিয় সদস্য। সে নতিপোতার সন্ত্রাসী মিজারের সেকেন্ড ইন কমান্ড ছিলো। সে কিছুদিন আগে চুয়াডাঙ্গা জেলা সদরের ভালাইপুরের একটি পোল্ট্রি খামার থেকে ১ লাখ ২৫ হাজার ও ওই এলাকার এক করিমন মিস্ত্রির কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নেয়। সে মাস দুয়েক আগে ভগিরথপুর বাজারে সন্ধ্যারাতে এবং গোপালপুরে রয়েল এন্টারপ্রাইজের মালিক সালাউদ্দিনের গোডাউনে বোমার বিস্ফোরণ ঘটিয়েছিলো। সে আলমসাধু চালানোর আড়ালে ওই সমস্ত চাঁদাবাজি করে বেড়াতো। তার আলমসাধুটি সম্প্রতি বেঁচে দিয়ে একটি মোটরসাইকেল কিনে এলাকায় বেপরোয়াভাবে চাঁদাবাজি শুরু করেছিলো।