স্টাফ রিপোর্টার: ক্রিকেটজুয়ায় সংশ্লিষ্ট থাকার অভিযোগে ভারতীয় নাগরিক অতনু দত্তকে সাধারণ ডায়রি (জিডি) থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটমো. ইউনুস খান তাকে অব্যাহতি দেন।গত ১৩ এপ্রিল মিরপুর ১০ নম্বরগোলচত্বরে ভারতীয় ক্রিকেট জুয়াড়ি হিসেবে পরিচিত অতনুকে সন্দেহজনকভাবেঘোরাঘুরি কারণে ৫৪ ধারায় গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ।এর আগেগত ২১ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় ক্রিকেট জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছিলো গোয়েন্দারা। ওই সময় আন্তর্জাতিক ক্রিকেটকাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) এককর্মকর্তার অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়।
পুলিশের দেয়া তথ্যানুযায়ী,গত ১৫ মার্চ ব্যবসায়ী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন অতনু। নিজেকে ‘ক্রিকেটফ্যান’ পরিচয় দিয়ে মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হোটেলে উঠেছিলেন তিনি।