ইমরুলের দ্বিশতক :মিঠুনের শতক

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট লিগের(বিসিএল) ফাইনালের তৃতীয়দিনে দ্বিশতক করেছেন দক্ষিণাঞ্চলের উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। শতকপেয়েছেন ৪ নম্বরে ব্যাট করতে নামা মোহাম্মদ মিঠুন।এ দুজনের দারুণ ব্যাটিঙে গতকাল রোববার তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩উইকেটে ৪১০ রান করেছে দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলের চেয়ে ৪৪৬ রানে এগিয়েতারা।মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিসিএলের ফাইনালের প্রথম দুদিন ছিলোবোলারদের দাপট। আর তৃতীয় দিন দাপট দেখালেন ব্যাটসম্যানরা।৩৬ রানে এগিয়েথেকে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে ৫৭ রানেই এনামুল হকের (২১) উইকেট হারায়দক্ষিণাঞ্চল। তবে সৌম্য সরকারকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েনইমরুল।তবে ম্যাচের সর্বোচ্চ ২৫৭ রানের জুটিটি আসে এরপর। তৃতীয় উইকেটেমিঠুনের সাথে এ জুটি গড়েন শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যানহিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিশতক করা ইমরুল।২০৪ রান করে ফরহাদ রেজারবলে শুভাশীষ রায়কে ক্যাচ দেয়ার আগে ২৬৬ বলের ইনিংসটি ইমরুল সাজিয়েছেন ২০টি চার ও৯টি ছক্কায়।মিঠুন অবশ্য ১৩টি চার ও ৫টি ছয়ে ১৫৫ বলে ১১১ রান করে অপরাজিতআছেন। তার সঙ্গী শুভাগত হোমের রান ১০।দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে ৪৪৬ রানেএগিয়ে দক্ষিণাঞ্চল। দিনের খেলা শেষে ইমরুল জানান, চতুর্থ দিনে অন্তত দু ইনিংসেব্যাট করার পরিকল্পনা রয়েছে তাদের। ম্যাচের ফলাফল নিয়ে এখন আর কোনো শঙ্কা নেইতার।ম্যাচ পুরোটা আমাদের হাতে। আজ প্রথম দু সেশনে ব্যাটিঙের ইচ্ছেআছে। ম্যাচ ড্র হলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো। ওদের অনেক বড় লক্ষ্য দেব যেন ওরাসহজে অতিক্রম করতে না পারে।