চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক

 

উন্নত প্রযুক্তিব্যবহারের মাধ্যমে বিজ্ঞানের উৎকর্ষ সাধন করতে হবে

স্টাফ রিপোর্টার: ‘জনগণের দোরগোড়ায় সেবা’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে বলেন, বাংলাদেশ গড়ার লক্ষ্যে ট্যাক্স কমিয়ে আনা হয়েছে। বাংলাদেশে প্রযুক্তি সেবা এখন মানুষের দোড় গোড়ায়। উন্নত প্রযুক্তিব্যবহারের মাধ্যমে বিজ্ঞানের উৎকর্ষতা সাধন করে এখন শুধু এগিয়ে যেতে সমাজের প্রতিটি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলেধরতে হবে। তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক কলাকৌশলের মাধ্যমেবাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির জন্য আমাদের সর্বক্ষেত্রেই ডিজিটাল পদ্ধতি অনুসরণকরতে হবে।এনডিসি মুনিবুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল প্রমুখ। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৩০টি স্টল স্থান পেয়েছে।