টিপ্পনী

 

খবর:(কালো টাকা শাদা করার সুযোগ আর নয়)

 

কালো টাকা শাদা করেন

সাবান দিয়ে ধুয়ে,

আলসে টাকা নিরিবিলি

ঘুমায় খাটে শুয়ে।

 

যেই না দেশে বাজেট আসে

কালো টাকা ওড়ে,

বস্তা ঘোরে কালো টাকার

জীপ গাড়িতে চড়ে।

 

কালো টাকা থাকছে কালোই

হচ্ছে না আর শাদা,

তবে এবার কোথায় যাবে

কালো টাকার গাদা।

 

-আহাদ আলী মোল্লা